#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ৬ শিশু-কিশোরদের সালাম করা।

Muhammads words
0

 ٨٦٢ عَنْ أَنَس رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ مَرَّ عَلى صبيان فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ رَسُولُ الله صَلَّى اللهُ عليه وسلم يفعله متفق عليه.


৮৬২। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি শিশু-কিশোরদের কাছ দিয়ে গেলেন এবং তাদের সালাম করলেন। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই করতেন।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default