قَالَ اللهُ تَعَالَى : فَإِذَا دَخَلْتُم بُيُوتًا فَسَلَمُوا عَلَى أَنفُسِكُم تَحِيَّةٌ مِنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةٌ.
মহান আল্লাহ বলেন:
“যখন তোমরা ঘরে প্রবেশ কর তখন নিজেদের লোকদেরকে সালাম কর অভিবাদনস্বরূপ যা আল্লাহ্র পক্ষ থেকে বরকতময় ও পবিত্র।” (সূরা আন-নূরঃ ৬১)
٨٦١ وَعَنْ أَنَس رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ لى رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بُنَى إِذا دَخَلْتَ عَلى أَهْلِكَ فَسَلّمْ يَكُن بَرَكَةً عَلَيْكَ وَعَلَى أَهْلِ بَيْتِكَ - رواه الترمذي وقال حديث حسن صحيح
৮৬১। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ হে বৎস! তুমি নিজের ঘরের লোকজনদের কাছে প্রবেশকালে তাদের সালাম কর। এ সালাম তোমার ও তোমার ঘরের লোকজনদের জন্য বরকতের কারণ হবে। ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং একে হাসান ও সহীহ বলেছেন।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন