#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ৩ সালামের নিয়ম-পদ্ধতি।

Muhammads words
0

٨٥٧ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُسَلِمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ - متفق عليه. وفي روايَةِ لِلْبُخَارِيِّ وَالصَّغِيرُ عَلَى الْكَبِيرِ.


৮৫৭। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আরোহী ব্যক্তি পদচারীকে সালাম করবে, পদচারী সালাম করবে উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোকেরা সালাম করবে বেশি সংখ্যক লোককে।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি উদ্ধৃত করেছেন। আর ইমাম বুখারীর এক বর্ণনায় আছেঃ ‘ছোট সালাম করবে বড়কে।

٨٥٨- وَعَنْ أَبِي أُمَامَةَ صُدَى بنِ عَجْلانَ الْجَاهِلِي رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ أولَى النَّاسِ بِاللَّهِ مَنْ بَدَأَهُم بِالسَّلَامِ رواه ابو داود باسناد جيد . ورواه الترمذى عَنْ أَبِي أُمَامَةَ قِيلَ يَا رَسُولَ اللهِ الرَّجُلانِ يَلْتَقِيَانِ أَيُّهُمَا يَبْدَأُ بِالسَّلَامِ قَالَ أَوْلَاهُمَا بِاللَّهِ تَعَالَى- قال الترمذي هذا حديث حسن.


৮৫৮। আবু উমামা সুদাই ইবনে আজলান আল-বাহিলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ্ সবচেয়ে নিকটবর্তী যে আগে সালাম করে।

ইমাম আবু দাউদ উৎকৃষ্ট সনদ সহকারে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী আবু উমামা (রাঃ) থেকে বর্ণনা করেছেন: বলা হল, হে আল্লাহ্র রাসূল! দু'জন লোক পরস্পর সাক্ষাত করল। তাদের মধ্যে কে প্রথমে সালাম করবে? তিনি বলেন: তাদের মধ্যে যে আল্লাহ্র সবচেয়ে বেশি নিকটবর্তী সে (প্রথমে সালাম করবে)।

ইমাম তিরমিযী এটিকে হাসান হাদীস বলেছেন।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default