#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ৭ কোন ব্যক্তি আহার করে তৃপ্ত না হলে কি করবে বা কি বলবে।

Muhammads words
0

٧٤٣ - عَنْ وَحْشِيَ بْنِ حَرْبٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنْ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ فَاجْتَمَعُوا عَلى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ يُبَارَكَ لَكُمْ فِيهِ رواه أبو داود .


৭৪৩। ওয়াহ্শী ইবনে হারব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, হে আল্লাহ্র রাসূল! আমরা আহার করি অথচ তৃপ্ত হই না (এর প্রতিকার কী)। তিনি বলেন: সম্ভবত তোমরা বিচ্ছিন্নভাবে খেয়ে থাক। তারা বলেনঃ হাঁ। তিনি বলেন: তোমরা একত্রে তোমাদের খানা খাও এবং আল্লাহ্ নাম লও, তোমাদের খাদ্যে বরকত হবে। (আবু দাউদ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default